প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব মহোদয়ের সঞ্চালনায় আজ ঢাকা বিভাগের সতেরটি জেলায় ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে বাল্য বিবাহ নিরোধ বিষয়ে সোশ্যাল মিডিয়া সংলাপ অনুষ্ঠিত হয়। এতে শেরপুর জেলার পক্ষ থেকে সম্মানিত জেলা প্রশাসক, পুলিশ সুপার, জনপ্রতিনিধিবৃন্দ, জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের প্রধানগণ, সাংবাদিকবৃন্দ এবং সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এ সংলাপে বাল্য বিবাহের হাত থেকে বেঁচে যাওয়া বেশ কয়েকজনও উপস্থিত ছিলেন। সংলাপে বাল্যবিবাহের কুফল সম্পর্কে আলোচনা করা হয় এবং এ অভিশাপ থেকে মুক্তির উপায় নিয়ে আলোচনা করা হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস