শিরোনাম
প্রিয় শেরপুরবাসী, আপনাদের সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ২ ফেব্রুয়ারী ২০১৯ হতে এসএসসি, দাখিল ও এসএসসি ভোকেশনাল ও দাখিল ভোকেশনাল পরীক্ষা ২০১৯ শেরপুর জেলার নির্ধারিত স্কুল কেন্দ্রগুলোতে অনুষ্ঠিত হবে।
বিস্তারিত
প্রিয় শেরপুরবাসী,
আপনাদের সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে,
আগামী ২ ফেব্রুয়ারী ২০১৯ হতে এসএসসি, দাখিল ও এসএসসি ভোকেশনাল ও দাখিল ভোকেশনাল পরীক্ষা ২০১৯ শেরপুর জেলার নির্ধারিত স্কুল কেন্দ্রগুলোতে অনুষ্ঠিত হবে।শেরপুরের সকল উপজেলার এই পরীক্ষা গুলোর কমলমতি শিক্ষার্থীরা এই পরীক্ষায় অংশগ্রহণ করবে। সেপ্রেক্ষিতে পরীক্ষাকে সামনে রেখে আজ থেকে বিভিন্ন অনুষ্ঠানে উচ্চশব্দে মাইকিং বা শব্দসৃষ্টিকারী যন্ত্রপাতি নিয়ন্ত্রণ করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হলো।বিশেষ প্রয়োজনে শব্দ নিয়ন্ত্রণ করে বাজানো যায়। সাংস্কৃতিক অনুষ্ঠান ও ধর্মীয় সভার কয়েকদিন পূর্বেই জেলা প্রশাসনকে অবশ্যই অবহিত করতে হবে।
কোমলমতি শিক্ষার্থীদের সুষ্ঠু ভাবে আসন্ন এসএসসি পরীক্ষা সম্পন্ন করার জন্য সকলের সহযোগিতা একান্তভাবে কাম্য।
অনুরোধক্রমে।
জেলা প্রশাসক
শেরপুর।