শেরপুর জেলার গজনী অবকাশ কেন্দ্রে একটি গাছে ৭০ টির অধিক মৌচাক । একটি গাছে ৭০ টির অধিক মৌচাক- এমন দৃশ্য গজনী অবকাশকেন্দ্রে বেড়াতে আসা দর্শনার্থীদের নজর কেড়েছে । একসঙ্গে এতগুলো মৌমাছির চাক থাকাটা বিরল ঘটনা । মৌমাছির চাকগুলো যেন কেউ আহরন না করে এবং মৌমাছিদের যেন কেউ বিরক্ত না করে সে ব্যপারে জেলা প্রশাসন, শেরপুর এর পক্ষ থেকে নির্দেশনা রয়েছে ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস