Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ভাষা ও সংস্কৃতি

 

ভাষা সৈনিক আবুল কাশেম

 

http://www.banglanews24.com/images/imgAll/2012February/SM/sherpur-picture--SM-120120216184959.jpg

 

অধ্যক্ষ আবুল কাশেম বাংলাদেশের সর্বস্তরে বাংলা ভাষাকে অধিষ্ঠিত করার জন্য সারা জীবন চেষ্টা করেছেন । এ লক্ষ্যে তিনি জীবনভর পরিশ্রম করেছেন। ১ সেপ্টেম্বর ১৯৪৭, ইসলামিক সংস্কৃতি ও চেতনাকে সামনে রেখে সমমনা শিক্ষাবিদ, লেখক ও সাংবাদিকদের সমন্বয়ে "তমুদ্দিন মজলিস" প্রতিষ্ঠা করেন ।১৫ সেপ্টেম্বর ১৯৪৭, তমুদ্দিন মজলিস "পাকিস্তানের রাষ্ট্রভাষা:বাংলা না উর্দু?" শিরোনামে একটি বুকলেট বের করে। যার গ্রন্থকার কাজী মোতাহার হোসেন, আবুল মনসুর আহমেদ ।এই বুকলেট সকলের হাতে পৌঁছানোর চেষ্টা করা হয়েছিল । অধ্যাপক আবুল কাশেম বাংলাকে পূর্ব পাকিস্তানের অফিস- আদালতে একমাত্র ভাষা হিসেবে ব্যবহারের উপর জোর দেন। পাশাপাশি বাংলাকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার পক্ষে প্রচারণা চালান ।ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিএসসি (সম্মান) ও এমএসসি ক্লাসে তিনিই প্রথম বাংলায় পাঠদান করেন ।

 

 

 

শেরপুর জেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নাম

ক্রমিক নং

সংগঠনের নাম

সংগঠনের প্রধানের

নাম

মোবাইল নং

১।

জাতীয় রবীন্দ্র সংগীত

সম্মিলন পরিষদ, শেরপুর।

সভাপতি,জনাব সঞ্চিতা হোড় দীপু

০১৭১৮৪৮৩১৭৪

২।

বাংলাদেশ রবীন্দ্র সংগীত

শিল্পী সংস্থা, শেরপুর।

সভাপতি, জনাব তপন সরোয়ার

০১৭১৫৩২৬৫৮৮

৩।

উদীচী শিল্পী গোষ্ঠী,শেরপুর।

সভাপতি,জনাব রনজিত নিয়োগী

                                                                                                                                                         ০৯৩১৬১১২৭

৪।

প্রতিভা থিয়েটার

সভাপতি,জনাব বুলবুল মিয়া

০১৯১৪১১৫১৯৬

৫।

তৃষ্ণা শিল্পী গোষ্ঠী,শেরপুর।

সভাপতি,জনাব মোঃ শফিকুর রহমান

০১৭১৩৫৪৭০৬৭

৬।

শেরপুর বাউল শিল্পী কল্যাণ

সমিতি।

সম্পাদক,জনাব মোঃ তারা মিয়া বাউল

০১৭১৭৪২২৩৯০

৭।

পাতা বাহার খেলাঘর আসর, শেরপুর।

সভাপতি, আজাহার আলী

০১৭২৫৫৯৫১৫২

৮।

ঝংকার শিল্পী গোষ্ঠী, শেরপুর

সভাপতি,জনাব মাকসুদ হাসান

০১৭১৫৯৬০৯১০

৯।

গণকৃষ্টি পরিষদ, শেরপুর

সভাপতি, জনাব অধ্যাপক আবু তাহের

০১৭১৫২৪৭০৩৬

১০।

শহীদ মোস্তফা থিয়েটার, শেরপুর।

সভাপতি, জনাব শহীদুজ্জামান

০১১৯০৫৩৬৫১১

১১।

বাংলা থিয়েটার, শেরপুর।

সভাপতি, জনাব মোঃ সেলিম

০১৯২৩৬৭১৬০০

১২।

সমকাল নাট্য গোষ্ঠী, শেরপুর।

সভাপতি, বিপুল দাম হৃদয়

০১৯২৪৮১৩২১৩

১৩।

আনন্দলোক নৃত্য প্রশিক্ষণ কেন্দ্র, শেরপুর।

নুরদীনা বেগম সেতু

০১১৯৯৬৯৩৭৩০