আজ ১৫ই আগস্ট শেরপুরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস ২০১৫ পালিত হচ্ছে। জেলা প্রশাসনের আয়োজনে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪০ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালনের কার্যক্রম শুরু হয় জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে। বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় হুইপ বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ আতিউর রহমান আতিক, জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সম্মানিত সদস্য জনাব ফাতেমা-তুজ্জহরা শ্যামলী, মাননীয় জেলা প্রশাসক ডা. এ এম পারভেজ রহিম, জেলা পুলিশ সুপার জনাব মোঃ মেহেদুল করিম সহ জেলার সকল প্রতিষ্ঠানের বিভাগীয় প্রধানগণ, মুক্তিযোদ্ধা বৃন্দ, সকল শিক্ষা প্রতিষ্ঠান, মুন্সীগঞ্জ জেলা প্রশাসনের কর্মকর্তা/কর্মচারী এবং জেলার সকল জনগণ এতে অংশগ্রহণ করেন। পরবর্তীতে তাদের উপস্থিতিতে একটি শোক র্যালী শহর প্রদক্ষিন করে। র্যালী শেষে জেলা শিল্পকলা একাডেমীতে জাতীয় শোক দিবসের আলোচনা সভা ও বেকার যুবদের মাঝে আত্মকর্মসংস্থানের লক্ষে চেক বিতরণ, শিশুদের রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জীবনীর উপর কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS